Monday, 21 October 2019

Bangla to English Transformation


·         আমার তরফ থেকে ক্ষমা নিবেন।
=   Please, beg my apologies.
·         ভুল হয়ে গেছে। মাফ করবেন।
=   It was all by mistake. Please excuse me.
·         আমি অত্যন্ত দুঃখিত।
=   I’m very sorry.
·         কাজে ব্যঘাত দিলাম, ক্ষমা চাইছি।
=   Sorry to have disturbed you.
·         মাফ করবেন।
=   I beg your pardon.
·         আপনি যদি অনুমতি দেন ত বলি।
=   Allow me to say.
·         আাপনি যদি একটু এদিকে নজর দেন
=   May I have you attention please,
·         এ সমস্ত আপনার জন্য
=   It’s all yours.
·         আমি কি কিছু বলতে পারি।
=   Will you please permit me to speak,
·         আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি।
=   Let me also help you?
·         একটু সরে বসবেন।=    Will you please move.
·         বাঃ বেশ!

Bangla to English Translate



ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত

· সুপ্রভাত, দাদামসায়।

Ø Good morning, grand’pa

বেলা একটা থেকে পাঁচটা পর্যন্ত

· বেঁচে থাকো গো মা

Ø Good afternoon, my daughter.

বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত

· ভাল আছি সোনামণি!

Ø Good evening, my child.

রাতে বিদায় নেওয়ার সময়

· শুভ রাত্রি।

Ø Good night.

দিনে রাতে যে কোন সময়

· আজকের মত আসি, স্যার।

Ø Good day to you, sir.

যাওয়ার সময়
·

যাই বাচ্চারা

Ø Good-bye, children

· আমি সময় নিয়েও না আসতে পারার জন্য।

= I’m sorry; I couldn’t make it that day.

1. নির্ধারিত সময়ে না আসতে পারার জন্য কি আমি।

= I’m sorry; I couldn’t make it in time.

2. দেরি হওয়ার জন্য মাফ চাইছি।

= I’m sorry. I got little late.